৩০টি বড় বড় দুঃখ কষ্ট বিপদ থেকে বাঁচার দোয়া। ১৩টি হাদীসের দোয়া।

বিছমিল্লাহির রাহমানির রাহিম 

৩০টি বড় বড় দুঃখ কষ্ট বিপদ থেকে বাঁচার দোয়া। ১৩টি হাদীসের দোয়া।



আমাদের প্রিয় নবী প্রায় সময় ১৩টি দোয়া করতেন

যে দোয়ার বরকতে ৩০টি বড়বড় কঠিন মসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন, সে সব মসিবত হল যেমন

গুনাহ, ঋণ, ভয়ভীতি, বার্ধক্য, দুনিয়ার ফিতনা, কবর আযাব, অক্ষমতা, জীবন মৃত্যুর ফিতনা,

দাজ্জালের ফিতনা, জাহান্নামের আযাব, কঠিন মসিবত, দুর্ভ্যাগ্যে নিপতিত হওয়ার মসিবত, নিয়তির অশুভ পরিণাম,

দুশমনের খুশি, প্রাচুর্য্যের ফিতনা, অভাবের ফিতনা, অলসতা, সফরের ক্লান্তি, কর্মের অনিষ্ট, রাতের অনিষ্ট,

শয়তানের অনিষ্ট, বিষাক্ত প্রাণীর অনিষ্ট, কুদৃষ্টি, কৃপণতা, কুফুরী , গুমরাহি, পদস্খলন, জুলুম, মুর্খতা, বাতাসের অকল্যাণ ইত্যাদি

আসুন আজকে হাদীস শরীফের আলোকে সে ৩০টি বড় বড় ক্ষতি ও বিপদ থেকে পরিত্রাণের টি দোয়া শিখে নিই। প্রত্যেকের জন্য দোয়াগুলি খুব খুব খুব জরুরী।

প্রথম দোয়াটি হল ঋণ থেকে মুক্তির দোয়া বুখারীর বর্ণনা
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ "‏‏.
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মাছামি ওয়াল মাগরাম অর্থ্যাৎ
অর্থ-হে আল্লাহ! আমি তোমার নিকট পাপ ও ঋণ হতে পানাহ চাচ্ছি।

২য় দোয়া হল কবর আযাব, ভয়ভীতি ও বার্ধক্যের সমস্যা থেকে মুক্তির দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "‏‏.

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবুনি, ওয়া আউজুবিকা আন আরাদ্দা ইলা আরযালিল ওমরি, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া, ওয়া আউজুবিকা মিন আজাবিল কবর

অর্থ্যাৎ হে আল্লাহ! আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানাহ চাই। (বুখারী ২৬২৬)

৩ নং দোয়া হল অক্ষমতা, জীবন মৃত্যুর ফিতনা,ভীরুতা থেকে মুক্তির দোয়া
"
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়াল জুবুনি ওয়াল হারামি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত, ওয়া আউজুবিকা মিন আজাবিল কবর

অর্থ্যাৎ হে আল্লাহ! আমি অক্ষমতা, ভীরুতা ও বার্ধক্য থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি।’ (বুখারী ২৬২৭)

৪ নং দোয়া হল
"
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ "‏‏.

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর, ওয়া মিনান নার, ওয়া মিন ফিতনাতি মাহিয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল

ইয়া আল্লাহ! আমি আপনার সমীপে পানাহ চাচ্ছি কবর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জাল এর ফিতনা থেকে। (বুখারী ১২৯৪)

৫ নং দোয়া হল
 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালাঈ, ওয়া দারাকিশ শাখাঈ, ওয়া ছুঈল কাদাঈ, ওয়া শামাতাতিল আদা

হে আল্লাহ আমি বালামুসীবতের কঠোরতা, দুর্ভাগ্যে নিঃপতিত হওয়া, নিয়তির অশুভ পরিণাম এবং দুশমনের খুশী হওয়া থেকে পানাহ চাই (বুখারী ৫৯০৭)

৬নং দোয়া
" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ " .
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ওয়াছাঈস ছফর

"হে আল্লাহ! আমি সফরের কষ্ট ক্লান্তি হতে তোমার কাছে পানাহ চাই।" (মুসলিম ৩১৪৭)

৭নং দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি মা আমিলতা ওয়া মিন শাররি মা লাম আলাম

হে আল্লাহ! আমি আপনার কাছে সে সব কর্মের অনিষ্ট থেকে পানাহ চাই যা আমি আমল করেছি এবং আমি যা করিনি তা থেকে। (মুসলিম ৬৬৪৭)

৮ নং দোয়া
اللَّهُمَّ أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ اللَّيْلَةِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

আল্লাহুম্মা আছআলুকা খাইরা হাজিহিল লাইলাতি ওয়া আউজুবিকা মিন শাররি হাজিহিল লাইলাতি ওয়া শাররি মা বাদাহা আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়া ছুঈল কিবারি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল আজাবি ফিন নার, ওয়া আজাবি ফিল কবর

অর্থ্যাৎ: রাজত্ব তাঁরই, প্রশংসা তারই, তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। হে আল্লাহ! আমি তোমার কাছে এ রাতের কল্যাণ কামনা করি এবং এ রাতের অনিষ্ট থেকে পানাহ চাই

এবং এর পরবর্তী (রাত) থেকেও। হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা থেকে ও বার্ধক্যের মন্দ অবস্থা (অহংকারের অনিষ্ট) থেকে।

হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে।" (মুসলিম ৬৬৫৯)

নং দোয়া
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন (রাঃ)-এর জন্য নিম্নোক্ত দু
আ পড়ে পানাহ চাইতেন আর বলতেন,

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
আউজু বিকালিমাতি ল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ

আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি। (বুখারী ৩৩৭১

১০ নং দোয়া
" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْهَرَمِ " .
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বুখলি ওয়াল হারামি

হে আল্লাহ! আমি আপনার নিকট কৃপনতা ও বার্ধ্যক্য থেকে পানাহ চাই। (আবু দাউদ ৩৯৩১)

১১ নং দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফকরি

অর্থ্যাৎ ইয়া আল্লাহ্! আমি আপনার কাছে কুফরী ও মুহতাজী থেকে পানাহ চাই। (আবু দাউদ ৫০০২)

নং দোয়া
  " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ " .

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন আদিল্লা আও উদাল্লা, আও আজিল্লা, আও উজাল্লা, আও আজলিমা আও উজলামা, আও আজহালা আও য়ুজহালা আলাইয়্যা।

অর্থ্যাৎ হে আল্লাহ্! আমি আপনার পানাহ চাই গুমরাহ হওয়া থেকে অথবা গুমরাহ করা থেকে; পদস্খলন হওয়া থেকে অথবা পদস্খলন করা থেকে; জুলুম করা থেকে বা মাজলুম হওয়া থেকে; মূর্খতা থেকে অথবা মূর্খে আচরণ থেকে। (আবু দাউদ ৫০০৬)

নং দোয়া
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাছআলুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরতা বিহি ওয়া নাউজুবিকা মিন শাররি হাজিহির রিহি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরদা বিহি

অর্থ্যাৎ হে আল্লাহ! আমরা তোমার কাছে প্রার্থনা করি এই বাতাসের কল্যাণ, এবং তাতে নিহিত বিষয়ের কল্যাণ এবং সে যে বিষয়ে নির্দেশিত হয়েছে তার কল্যাণ এবং

তোমার কাছে পানাহ চাই এই বাতাসের অকল্যাণ থেকে, তাতে নিহিত বিষয়ের অমঙ্গল থেকে এবং সে বিষয়ে নির্দেশিত তার অমঙ্গল থেকে।(তিরমিযি ২২৫৫)

আল্লাহ তায়ালা আমাদেরকে  উক্ত ১৩টি নববী দোয়া  মুখস্থ করে সেগুলির মাধ্যমে বড় বড় মসিবতে দোয়া করার তৌফিক দান করুন আমিন। 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.