১০টি বড় বড় বিপদ থেকে বাঁচার আমল। আল্লাহর আযাব থেকে বাঁচার আমল

১০টি বড় বড় বিপদ থেকে বাঁচার আমল। আল্লাহর আযাব থেকে বাঁচার আমল



আজকে ১০টি বড় বড় আযাব থেকে বড় বড় বিপদ থেকে বাঁচার আমল বলব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই ভুমিকা ছাড়া সরাসরি আলোচনায় ঢুকে পরছি প্রথমে বিপদ সমুহ কি কি তা জেনে নিন (১) চেহেরা বিশ্রি হয়ে যাবে (২) অন্তর কালো হয়ে যাবে (৩) শরীর রোগা হয়ে যাবে (৪) রিজিক সংকির্ণ হয়ে যাবে (৫) সকল মানুষ ঘৃণা করবে (৬) বড় ধরনের রোগ অজানা রোগ হবে যে রোগ সম্পর্কে আগে কেহ শুনেনি (৭) দুর্ভিক্ষ দারিদ্রতা নেমে আসবে (৮) রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে (৯) বাহিরাগত শত্রুর আক্রমন বেড়ে যাবে যারা আপনার সব ধন সম্পদ ছিনতাই করে নিয়ে যাবে (১০) ঘরে ঝগড়া মারামারি লেগে থাকবে

এতক্ষণ যে সব সমস্যা ও বড় বড় বিপদের কথা আযাবের কথা বলেছি সেগুলির কারন কি আর এসব আযাব থেকে বাঁচার উপায় বা আমল কি তা আলোচান করব ইনশা আল্লাহ প্রথম বিপদ হল চেহেরা বিশ্রী হয়ে যাবে এই আযাব সে সব লোকের উপর আসবে যারা গুনাহ করে, নামাজ পরেনা, এই আযাব থেকে বাঁচার ব্যপারে নবী করিম (দ) এরশাদ করেন

(মান কাছুরা ছালাতাহু হাছুনা ওয়াজহুহু) অর্থ্যাৎ যার নামাজ যত বেশী তার চেহেরার সৌন্দর্য্য তত বেশী

সুতরাং গুনাহ ছেড়ে দিতে হবে আর সাথে সাথে নামাজের পাবন্দি করতে হবে, তাহলে চেহেরার সৌন্দর্য্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।

২য় মসিবত হল অন্তর কালো হয়ে যাবে, তিরমিজি শরীফের ৩৩৩৪ নং হাদিসের বর্ণনা,
إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ

যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পরে যায়যখন ক্ষমা প্রার্থনা করে সে দাগ মুছে যায়

সুতরাং অন্তরের অন্ধকার মুছন করার জন্য গুনাহ থেকে তওবা করতে হবে আর বেশী বেশী জিকির করতে হবে তাহলে অন্তরের অন্ধকারাচ্ছন্নতা দুর হয়ে যাবে।

৩য় মসিবত হল শরীর রোগা হয়ে যাবে, আর যারা বেশী গুনাহ করে তাদের শরীর রোগা বিশ্রি হয়ে যায়, সুতরাং শরির ও মনকে সুস্থ করার জন্য গুনাহ থেকে তওবা করতে হবে আর গুনাহ ত্যাগ করতে হবে, নেকির জীবন যাপন করতে হবে।

তেমনিভাবে রিজিকের সংকীর্ণতা  এবং সকল মানুষের ঘৃণার পাত্র হওয়া এসব মসিবতও আসে গুনাহের কারনে

এমনটি কয়েকজনের গুনাহের কারনে পুরা এলাকার উপর গযব নেমে আসে মসনদে আহমদের ২৬৬৩৮ নং হাদিসহযরত উম্মে সালমা (রা) বলেন-  নবী করিম () এরশাদ করেন যখন কোন এলাকায় কোন গুনাহ ব্যপক হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ব্যপক ভাবে সে এলাকায় গযব আসে  আম্মাজান উম্মে সালমা প্রশ্ন করেন ওহে আল্লাহর নবী যে এলাকায় আল্লাহর গযব আসবে তাদের মাঝে কি কোন ভালো মানুষ নাই?  তখণ নবীজি বললেন ভালো মানুষ থাকলেও এই গজবের মধ্যে তারাও পরবে, তবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আলাদা করে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন

ইবনে মাজার ৪০১৯ নং হাদিসের বণনা- আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেনঃ হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও।

১) لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ

যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি যেমন করুনা, চিকনগুনিয়া, ডেঙ্গু

সুতরাং বেহাপনা অশ্লিলতা থেকে বেঁচে থাকলে বড় বড় কঠিন রোগ মহামারী থেকে আল্লাহ হেফাজত করবেন

২) وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ

ওযনে কম দিলে ৩টি আযাব (ক) দুর্ভিক্ষ নেমে আসবে (খ) জালেম শাসক চাপিয়ে দিবেন (গ) বিপদ আপদ নেমে আসবে সুতরাং উক্ত ৩ প্রকারের আযাব গযব ঠেকাতে হলে ওযন কম দেয়া যাবেনা, বেঁচা কেনায় কাস্টমারকে ঠকানো যাবেনা

৩) وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُو

যখন যাকাত দেয়া বন্ধ করে দেয় তখন আসমান থেকে বৃদ্ধি বন্ধ হয়ে যায় আমরা যাকাত দিচ্ছিনা তবুও বৃষ্টি হয় এর কারন হল অবলা প্রাণী- নবীজি বলেন ভূ-পৃষ্ঠে চতুস্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না।

৪) وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ

যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর বহিরাগত দুশমনকে চাপিয়ে দিবেন এবং সে তাদের সহায়-সম্পদ কেড়ে নিবে

৫) وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ "

যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।

) ওযনে কম দেয়া যাবেনা ওযনে কম দিলে দুর্ভিক্ষ হবে, জালেম শাসক চেপে বসবে

) অশ্লিলতা থেকে বেহায়াপনা থেকে বাঁচতে হবে নাহয় বড় বড় রোগ ছড়িয়ে পরবে

) সামথবানদের যাকাত দিতে হবে নাহয় বৃষ্টি বন্ধ হয়ে যাবে

) আল্লাহর কিতাব মোতাবেক মিমাংসা করতে হবে নতুবা পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হবে

) আল্লাহ ও রসুলের অঙ্গীকার ভঙ্গ করা যাবেনা যদি করি তাহলে বিদেশী শক্তি আমাদেরকে শোষন করবে, আমাদের উপর চেপে বসবেআল্লাহ তায়ালা আমাদেরকে এসব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এসব আযাব গযব থেকে রক্ষা করুন আমিন

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.