ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান সকালে পড়ার মুজেযা।

 

ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান সকালে পড়ার মুজেযা।



বিছমিল্লাহির রাহমানির রাহিম, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

আজকে অনেক পেয়ারা একটি আমল নিয়ে এসেছি, এটি সুরা আর রাহমানের একটি আয়াত

ফাবিআয়্যি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান যাকে আল্লাহ তায়ালা ৩১ বার বয়ান করেছেন

এ আয়াতটি সকাল বেলা আঙ্গুলের কড়ায় পড়তে হবে, আর এই আয়াত পড়ার পর

আপনি যা চাইবেন ইনশা আল্লাহ আপনি তা পাবেন

আপনি এ আয়াতটি আঙ্গুলের কড়িতে কিভাবে পড়বেন তাও আমি বলব, এটি একটি মুজাররব ওজিফা

এর বরকতে আপনার যে হাজতই হবে, তা সন্ধ্যার আগে আগেই ইনশা আল্লাহ পুরন হয়ে যাবে

যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আল্লাহর গায়েবী খাজানা থেকে টাকা পয়সার

বন্দোবস্ত হয়ে যাবে, যদি রিজিক চান তাহলে রিজিকের দরজা আপনার জন্য খুলে দেয়া হবে

এ আমলটি আপনাকে সকাল বেলা করতে হবে

যে মকসদের জন্য করবেন যে কাজের জন্য আপনি এ আমল করবেন, আল্লাহর হকুমে সন্ধ্যার মধ্যে

আপনার সে কাজ পুরন হয়ে যাবে। এ আমলটি আপনাকে সম্পূর্ণ একিনের সাথে করতে হবে

যদি আপনার কোন টাকা পয়সার সমস্যা হয়, তাহলে সকালে উঠার পর এ আমলটি করবেন

প্রিয় বোন ও ভায়েরা, এ আমলটি একটি লা জাওয়াব আমল, তবে মনে রাখবেন এ আমলের একটি বিশেষ

শর্ত আছে। যে বিশেষ শর্ত আপনাকে অবশ্যই পুরন করতে হবে। হতে পারে কিছু লোক আগে থেকেই

এ শর্তের উপর কাজ করে আসছেন, কিন্তু যারা করছেন না, তাদের জন্য জরুরী হল

শর্ত সাপেক্ষে এই ওজিফাটি করবেন। যদি আপনি এই ওজিফাটি এই শর্তের সাথে পালন করেন

তাহলে বিশ্বাস করুন আপনার জিন্দেগীর মোড় ঘুরে যাবে। আর আপনার কিসমত বদলে যাবে।

আর আপনার জিন্দেগী থেকে পেরেশানি
সমুহ আল্লাহ তায়ালা দুর করে দিবেন।

শেষ পর্যন্ত প্রতিটি লাইন মনযোগ দিয়ে অবশ্যই শুনবেন, টেনে টেনে শুনলে ওজিফাটি বুঝতে পারবেন না

এই আয়াতের ওজিফাটি খুবই সহজ,
কিন্তু এর বরকত খুব বেশী।

ফাবি আয়্যি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান

এ আয়াতটি আপনি আঙ্গুলের কড়ায় পড়তে হবে

এ আয়াতে আল্লাহ তায়ালা বারবার বান্দাকে নেয়ামতসমুহ স্মরণ করিয়ে দিয়েছেন।

আর প্রশ্ন করেছেন- হে আমার বান্দা তোমরা আমার দেয়া কোন কোন নেয়ামতকে অস্বিকার করবে?

এ আয়াতে মুলত এটাই দাবী- বান্দা তুমি আমার দেয়া নেয়ামত সমুহের দিকে তাকাও

আর চিন্তা করে দেখ, তুমি আমার দেয়া কতগুলো নেয়ামত ভোগ করছ। প্রিয় ভাই ও বোনেরা

আমাদের চিন্তা করা উচিত , আমরা আল্লাহ তায়ালার দেয়া নেয়ামতের শোকর আদায় করি কিনা

মনে রাখবেন এ আয়াতে প্রধান শিক্ষা হল, আল্লাহর প্রতিটি নিয়ামতের শোকর আদায় করা

সকল নিয়ামতের ব্যপারে চিন্তা ফিকির করা, চাই তা ছোট থেকে ছোট নিয়ামত হউকনা কেন

তার ব্যপারে চিন্তা করা, আর আল্লাহ তায়ালা শোকর আদায় করা। আর না শোকরি থেকে বেঁচে থাকা

বিশ্বাস করুন যে লোক শোকর আদায়কারী,  তার নসিব আল্লাহ তায়ালা খুলে দেন,

আর তাকে এত বেশী দান করেন যা গননা করে শেষ করা সম্ভব নয়। আর নাশোকরি কারী সবসময়

মাহরুম থাকে, বঞ্চিত থাকে। এ ওজিফার শর্ত হল আল্লাহর নেয়ামতের শোকর করা

এবং মা বাবার খেদমত করা, যাদের মা বাবা জীবিত আছেন তাদের মা বাবার খেদমত করলে

আল্লাহ রাজি হবেন, মা বাবাকে কষ্ট দিয়ে যতই ওজিফা করুন কাজ হবেনা।

আসুন এবার মুল ওজিফাটির নিয়মটি শিখে নিই

আপনি সকাল বেলা ফজরের নামাজের
পর ৩৩ বার এ আয়াতটি পড়বেন,

ফাবিআয়্যি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, হাতের আঙ্গুলের কড়ায় গুনে গুনে পড়বেন।

আর এ আয়াত পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন, হে আল্লাহ আমি তোমার

কোন নেয়ামতের অস্বিকারকারী নই। আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বিকার করি।

আমি তোমার প্রতিটি নিয়ামতের শোকর আদায় করি।

যখন আপনি মনে প্রাণে এটাকে স্বিকার করবেন, আল্লাহর নিয়ামত সমুহের শোকর আদায় করবেন

তারপর যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে চান, আপনার যে কোন প্রয়োজনের ব্যপারে

আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ইনশা আল্লাহ আপনার সে হাজত পুরন হবে

প্রিয় ভাই ও বোনেরা আমি যে শর্তের সাথে এ ওজিফার কথা বলেছি, সে শর্ত পুরন করে যদি

আপনি এই ওজিফা করেন, তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে, প্রতিটি হাজত পুরন হবে

প্রতিটি প্রয়োজন পুরন হবে আল্লাহ কাছে ফরিয়াদ তিনি যেন আপনার আমার সকল মনোবাসনা পুরণ করেন

প্রতিটি নিয়ামতের শোকর আদায় করার তৌফিক দান করেন আমিন।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.