গরীবের হজ্ব। ঘরে বসে হজ্বের ছাওয়াব লাভের ৭টি আমল

 

গরীবের হজ্ব। ঘরে বসে হজ্বের ছাওয়াব লাভের ৭টি আমল



বিছমিল্লাহির রাহমানির রাহিম, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

ধনী লোকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ্বে গিয়ে যে ছাওয়াব লাভ করে গরীব লোকেরাও ঘরে বসে

প্রতিদিন সে রকম অনেকগুলি হজ্বের ছাওয়াব কামাই করতে পারেন, সে ধরনের ৭টি আমল আজ আমি শেয়ার করব

যাদের হজ্বে যাওয়ার সামর্থ্য নাই তারা এই আমলগুলি করে নিয়মিত হজ্ব ও ওমরার নেকি লাভ করতে পারবেন

১ম আমলটি হল সকাল সন্ধ্যা জিকির করা আবুদ্দারদা (রা.) থেকে বর্ণিত আছে, আমরা একবার রাসুল (সা.)-কে বলি,

হে আল্লাহর রাসুল! ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছেতারা হজ করেন, আমরা হজ করি না

তখন রাসুল (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে

তোমরা তারা যে আমল করে তারচেয়ে
বেশি সওয়াব পাবে? আর সেটা হলো-

প্রতি নামাজের পর তোমরা ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ ও ৩৩ আলহামদুল্লিাহ পড়ো (মুসনাদে আহমদ, হাদিস নং: ১১১৫৪)

সুতরাং যাদের হজ্বে যাওয়ার সামর্থ্য নাই তারা ৫ ওয়াক্তে ৫ বার সহজ জিকিরের আমলটি করে ৫টি হজ্বের নেকি অর্জন করতে পারেন।

গরীবের হজ্বের নেকি লাভের ২য় আমল হল জামায়াতে নামাজ পড়া, যেমন তাবরানি শরীফের ৭৫৭৮ নং হাদিস

আবু উমামা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো,

সে যেন হজ করে আসলোআর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেলো, সে যেন ওমরাহ করে আসলো

৩নং আমল হল ইশরাকের নামাজ পড়া, তিরমিজি শরীফের ৫৮৬ নং হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত

মসজিদে বসে আল্লাহর জিকির করলো,
এরপর দুই রাকাত নামাজ আদায় করলো,

সে ব্যক্তি হজ ও ওমরাহর সওয়াব নিয়ে ফিরলো

৪নং আমল হল তাবরানি শরীফের  ৭৪৭৩ নং হাদিসের বর্ণনা আবু উমামা রা. থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন,

যে ব্যক্তি কোনো ভালো কথা শিখা
বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে গেল,

সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির
মতো সওয়াব লাভ করবে

৫নং আমল হল রমজান মাসে ওমরাহ করা,
বুখারী শরীফের ১৭৮২ নং হাদিসের বর্ণনা

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,

রমজানে ওমরাহ আদায় করলে আমার সঙ্গে হজ্জ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে

সুতরাং যারা হজ্ব করতে সামর্থ্য রাখেন না তারা রমজান মাসে ওমরাহ করে হজ্বের সাওয়াব লাভ করতে পারেন

ঘরে বসে হজ্বের নেকি অর্জনের ৬ষ্ঠ আমল হল মাজমাউজ যাওয়ায়েদ এর ১৩৩৯৯ নং হাদিসের বর্ণনা

আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসুল (সা.) এর নিকট এসে বললো

আমি জিহাদে-সংগ্রামে অংশ নিতে চাই,
কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নেই

তখন রাসুল (সা.) তাকে জিজ্ঞেস করেন, ‘তোমার মাতা-পিতার কেউ কি জীবিত আছেন?’ লোকটি বলল, আমার মা জীবিত

তখন রাসুল (সা.) বললেন, ‘তাহলে মায়ের সেবা করে আল্লাহর নিকট যুদ্ধ-সংগ্রামে যেতে না পারার অপারগতা পেশ কর

এভাবে যদি করতে পার এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ, ওমরাহ এবং যুদ্ধ-সংগ্রামের সওয়াব পেয়ে যাবে

ঘরে বসে হজ্বের নেকি লাভ করার
৭ম আমল হল বায়হাকি শরীফের হাদিস

রাসুলুল্লাহ (.) ইরশাদ করেন, ‘যখন কোনো সন্তান নিজের মা-বাবার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে,

আল্লাহ তায়ালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন

আল্লাহ তায়ালা আমাদেরকে হজ্বে মাবরুর নসিব করুন, আর হজ্বের সামর্থ্য যাদের নাই তাদেরকে এই ৭টি আমল

করে হজ্ব ও ওমরার নেকি অর্জন করার
তৌফিক দান করুন আমিন।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.