কুরবানি পশু কিনার সময় না ঠকার ওজিফা

 

কুরবানি পশু কিনার সময় না ঠকার ওজিফা



কুরবানির পশু কিনার সময় যেন না ঠকেন সে জন্য কি আমল করবেন কোন দোয়া পড়বেন তা আজ হাদিস শরীফ থেকে আলোচনা করব, অনেকে কুরবানি পশু কিনতে গিয়ে দালালের খপ্পরে পরে ঠকে যান, অনেকে কুরবানির পশু হাটে গিয়ে টাকা হারিয়ে ফেলেন বা টাকা চুরি হয়ে যায়, অনেকে কুরবানির পশু ক্রয় করার পর তা চুরি হয়ে যায় কিংবা পশু অসুস্থ হয়ে যায়, বদনজরের কারনে পশু অসুস্থ হয়ে যায়, ধরনের বিপদ মসিবত থেকে বাঁচার জন্য কি দোয়া পড়বেন কি আমল করবেন তা আজ হাদিস শরীফের আলোকে আলোচনা করব, এবং কোরান থেকে এমন ১টি আয়াত শিখিয়ে দিবো যে আয়াতটি পড়লে আপনি কুরবানির বাজারে আর ঠকবেন না ইনশা আল্লাহ

প্রথমত: যেদিন কুরবানির পশু ক্রয় করতে যাবেন সেদিন সকালে বার সুরা এখলাস বার সুরা ফালাক বার সুরা নাস পড়বেন, তাহলে তিরমিজি শরীফের ৩৫৭৫ নং হাদিস মোতাবেক সারা দিনের জন্য এই ৩টি সুরা আপনার জন্য যথেস্ট হবে, এর বরকতে আল্লাহ আপনাকে সব ধরনের ক্ষতি থেকে বিপদ থেকে হেফাজত করবেন যেমন নবী () হযরত আবদুল্লাহ বিন খুবাইব কে বলেন

قَالَ ‏"‏ قُلْ ‏"‏ ‏.‏ قُلْتُ مَا أَقُولُ قَالَ ‏"‏ قُلْ ‏:‏ ‏(‏ هوَ اللَّهُ أَحَدٌ ‏)‏ وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَتُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ ‏"‏

তুমি প্রতি দিন বিকালে ও সকালে উপনীত হয়ে তিনবার করে সূরা কুল হুআল্লাহু আহাদ (সূরা আর-ইখলাস) ও আল-মুআওবিযাতাইন (সূরা আল-ফালাক ও সূরা আন-নাস) পাঠ করবে, আর তা প্রত্যেকটি ব্যাপারে তোমার জন্য যথেষ্ট হবে।

সকালে ফজরের নামাজের পর ৩ বার পড়বেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম। তিরমিজি শরীফের ৩৩৮৮ নং হাদিসের বণনা  রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করবেন।

যখন পশু কিনতে যাবেন তখন ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন (বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ)

যারা বাজারে গিয়ে লক্ষ লক্ষ নেকি কামাতে চান তারা ১টি আমল করবেন, বাজারে প্রবেশ করে তিরমিজি শরীফের ৩৪২৮ নং হাদিসের বণিত দোয়াটি পড়বেন তাহলে ১০ লক্ষ নেকি পাবেন, ১০ লক্ষ গুনাহ মাফ হবে, ১০ লক্ষ সন্মান বৃদ্ধি পাবে সে দোয়াটি হল

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكُ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুওয়া আলা কুল্লি শাই-ইং কাদির।

এরপর যতক্ষণ বাজারে থাকবেন ততক্ষন পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহলে এর বরকতে আর ঠকবেন না। অথবা

আর বনি ইসরাইল নিঁখুত গরু কিনার ব্যপারে মুসা (আ) এর সাথে যে কথা বলেছেন সে আলোচনাটি আল্লাহ সুরা বাকারার ৭০ নং আয়াতে বয়ান করেছেন যদি বাজারে গিয়ে সুরা বাকারার ৭০ নং আয়াত তেলাওয়াত করেন তাহলে ইনশা আল্লাহ আপনিও সঠিক দিশা পাবেন, সে আয়াতটি ও তার অথের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন কুরবানির পশু ক্রয় করতে কেন এ আয়াতটি পড়বেন

قَالُواْ ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ البَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِن شَاء اللَّهُ لَمُهْتَدُونَ

অর্থ্যাৎ তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন-তিনি বলে দিন যে, সেটা কিরূপ? কেননা, গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব। মূসা (আঃ) বললেন, তিনি বলেন যে, এ গাভী ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয়-হবে নিষ্কলঙ্ক, নিখুঁত হবে[সুরা বাকারা - ৭০]

যখন পশু কিনে আনবেন রাতে চুরির হাত থেকে বাঁচার জন্য বোখারী শরীফের ২৩১১ নং হাদিস মোতাবেক আমল করবেন হাদিসটির ঘটনাটি খুবই সুন্দর যার সার সংক্ষেপ হল হযরত আবু হুরায়রা (রা) কে নবীজি (দ) সদকার মাল পাহাড়া দেয়ার জন্য দায়িত্ব দিলেন তিনি পরপর ৩ দিন একজন চোরকে পাকড়াও করলেন, আবু হুরায়রা প্রথম ২ দিন তাকে ছেড়ে দিলেন কিন্তু ৩য় দিন না ছাড়লে সে চোর বলল আপনি আমাকে ছেড়ে দিলে আমি আপনাকে এমন আমল বলে দিব যা করলে আল্লাহ একজন হেফাজতকারী নিযুক্ত করবেন এবং ভোর পযন্ত শয়তান আপনার কাছে আসতে পারবেনা। আবু হুরায়রা (রা) বলেন সেটা কি আমল লোকটি বলল আপনি যখন শয্যা গ্রহণ করতে যাবেন তখন আয়াতুল কুরসি পড়ে নিবেন। এমন আমলের কথা শুনে আবু হুরায়রা (রা) সে চোরকে ছেড়ে দিলেন। সকালে নবীজি (দ) কে পুরা ঘটনা বললে নবীজি বললেন সে যে আমলটি বলেছে তা ঠিক আছে তবে সে মিথ্যুক। হে আবু হুরায়রা তুমি গত ৩ রাত যার সাথে কথা বলেছ সে কে জান? আবু হুরায়রা বললেন না, তখন নবীজি ফরমালেন সে হল শয়তান।  সুতরাং আপনিও কোরবানি পশু কিনে আনার পর সেটা যেন আল্লাহ হেফাজত করেন সে জন্য আয়াতুল কুরসি পড়বেন।

কুরবানির পশুর উপর কারো নজর না যাতে না লাগে সে জন্য আমিরে আহলে সুন্নত বলেন ৪৯ বার এয়া আল্লাহু পড়ে সে জানোয়ারকে দম করে দিবেন ইনশা আল্লাহ সব ধরনের বদ নজর থেকে হেফাজত থাকবে।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.