কোটি কোটি বার পরীক্ষিত ওজিফা। ৭ আসমান ৭ জমিন থেকে ভারি আমল

 

কোটি কোটি বার পরীক্ষিত ওজিফা ৭ আসমান ৭ জমিন থেকে ভারি আমল



প্রিয় বন্ধুরা আজকে এমন একটি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব যে ওজিফাটি লক্ষ বার নয় বরং কোটিবার পরীক্ষা করা হয়েছে

সারা দুনিয়ায় যে ওজিফাটি হযরত আদম () থেকে আজ পর্যন্ত কোটি কোটি বার পরীক্ষা করা হয়েছে এবং এখনো সে ওজিফার কারনেই দুনিয়া টিকে আছে

ওজিফাটি দুনিয়ার সবচেয়ে দামী এবং সবচেয়ে শক্তিশালি ওজিফা। আজ সে মহা মূল্যবান ওজিফাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার গভির মনযোগ কামনা করছি

এটি এমন একটি ওজিফা যা শুধুমাত্র একবার পড়ার সাথে সাথে আসমানের সকল দরজা খুলে যায়, আর ওজিফাটি দ্রুত আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়

আরো পড়ুন: ১০০% বড় বড় সমস্যা সমাধানের আমল

ওজিফাটির আরো ১টি মুজেজা হল কেহ একবার ওজিফাটি করার সাথে সাথে যে যত বড় পাপী হউক সাথে সাথে তার সমস্ত পাপ সমস্ত গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দেন

যখন কেহ এই ওজিফাটি পড়ে তখন একজন ফেরেশতা তার ওজিফাটি নিয়ে আসমানের দিকে নিয়ে যায় আর তখন উপর থেকে নিচের দিকে একজন ফেরেশতাকে আসতে দেখেন

তখন উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে প্রশ্ন করেন কোথায় যাও তখণ জবাব দেয় এক বান্দা এই ওজিফা পড়েছে আমি সেটি আল্লাহর আরশে পৌঁছে দিতে যাচ্ছি

তখন উপরের ফেরেশতা বলে আমি সে বান্দার সমস্ত গুনাহ যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সে সুসংবাদ দিয়ে যাচ্ছি।

দ্বিতীয়ত একটি ওজিফা বলব যার মুজেজা দেখে স্বয়ং আল্লাহর রাসুল () নিজেই আশ্চর্য্য হয়ে গেছেন। আসুন ২টি ওজিফা হাদিস শরীফের আলোকে জেনে নিই- প্রথম হাদিস তিরমিজির

 عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا قَالَ عَبْدٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ قَطُّ مُخْلِصًا إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّى تُفْضِيَ إِلَى الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكَبَائِرَ " ‏‏

তিরমিজি শরীফের ৩৫৯০ নং হাদিসের বর্ণনা আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বান্দা সততার সাথে লা-ইলা-হা ইল্লাল্লাহ" বললে

তার জন্য আকাশের দ্বারগুলো খোলা হয়। ফলে উক্ত কালিমাহ আরশে আজীম পর্যন্ত পৌছে যায়, যতক্ষণ সে কবীরাহ গুনাহ ত্যাগ করে

আরো পড়ুন: প্রতি কদমে কদমে সফলতার দোয়া

শুধু একবার অন্তর থেকে বলুন (লা ইলাহা ইল্লাল্লাহ) আপনার জন্য আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আর এই কলমা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে গেছে।

লা ইলাহা ইল্লাল্লাহর একটি মুজেজা হল এই কলমা পড়ার সময় ঠোট লাগেনা, এবং আপনি যদি এই কলমা মানুষের সামনেও আস্তে আস্তে পড়েন সে বুঝতেও পারবেনা শুধু আল্লাহ বুঝবেন।

লা ইলাহা ইল্লাল্লাহ এর ১২টি হরফ, ওলামায়ে কেরাম বলেন যারা এই ১২ হরফের কলমাকে সত্যায়িত করবে আল্লাহ তার ১২ মাসের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।

মানুষের শরীরে ১২টি অঙ্গ আছে যা দিয়ে গুনাহ হয় হাত, পা, চোখ, কান, মুখ, দিল, দেমাগ ১লজ্জাস্থান মোট ১২টি

যে বান্দা কলমার জিকির করে এই ১২ হরফের সদকায় আল্লাহ তার ১২ অঙ্গের সমস্ত গুনাহ মাফ করে দেন।

হযরত মুসা () কুহে তুরে যেতেন আর তার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হত,  একবার হযরত মুসা () চিন্তা করলেন

আমি আল্লাহর সাথে কথা বলার সময় একটি বিশেষ কথা জিজ্ঞেস করব,  আরজ করলেন হে আল্লাহ আমাকে এমন একটি ওজিফা বলুন যা শুধু মাত্র আমার জন্য হবে, আমিই শুধু তা করব

আল্লাহ ফরমালেন হে আমার কলিমুল্লাহ আপনি এই ওজিফাটি পড়বেন (লা ইলাহা ইল্লাল্লাহ) মুসা বলেন হে আল্লাহ এটাতো সে ওজিফা যা সকল সৃষ্টি জগত পাঠ করে

এর মধ্যে আর বিশেষত্ব কি থাকল? তখন ফরমালেন যদি আসমান জমিনকে এক পাল্লায় রাখা হয় আর এই কলমাটি অপর পাল্লায় রাখা হয়

তাহলে আমার এই কলমার পাল্লা ভারি হয়ে যাবে। এবার চিন্তা করুন এই কলমার ওজন এর শক্তি এর মর্তবা কত বেশী।

আরো পড়ুন: আয়াতুল কুরসি পড়ার ৩টি গোপন নিয়ম

কিয়ামতের দিন এক লোককে আনা হবে যার ৯৯টি দপ্তর গুনাহে পরিপূর্ণ হবে। আর প্রতিটি দপ্তর পাহাড়ের মত বড় হবে

আর সে বান্দা চিন্তা করবে সব শেষ, এখন আমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তায়ালা বলবেন আমি তোমার সাথে জুলুম করবনা

এখনো তোমার একটি আমল বাকী আছে সেটি আমি তোমার নেকির পাল্লায় রাখব তখন আল্লাহ একটি বতাকা বা কার্ড তার নেকির পাল্লায় রাখবেন

আর সে বতাকা রাখার সাথে সাথে তার নেকির পাল্লা ৯৯টি পাহাড় সমান গুনাহের দপ্তর থেকেও ভারি হয়ে যাবে। (আল্লাহু আকবার)

তখন সে বান্দা প্রশ্ন করবেন হে আল্লাহ এটা কিসের বতাকা? আল্লাহ বলবেন তোমার কলমার বতাকা যা ৯৯ টি পাহাড় সমান গুনাহের দপ্তর থেকেও ভারি। সুবাহানাল্লাহ

এবার আসমানের দরজা খোলার আরো ১টি চমৎকার কলমা বলব- তিরমজি শরীফের ৩৫৯২ নং হাদিসের বর্ণনা

عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً 

ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে নামায পড়ছিলাম।

সে সময় কিছু লোক আসল  তাদের মাঝে হতে এক লোক বলল, (আল্লাহু আকবার কাবিরা ওয়াল হামদুলিল্লাহি কাছিরা ওয়া ছুবহানাল্লাহি বুকরাতান ওয়া আছিলা)  

 অর্থ্যাৎ "আল্লাহ্মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল-সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি"

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহর রাসূল!

তিনি বললেনঃ দুআয় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়েছে।

ইবনু উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আমি কথা শুনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি।

আল্লাহ তায়ালা আমাদেরকে এই ছোট কিন্তু অতি ভারি মহা মূল্যবান ওজিফা ২টি নিয়মিতভাবে করার তৌফিক দান করুন আমিন

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.